প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত, ৯ ব্যক্তি পেলেন সুদ মুক্ত ঋণ
২০২৬ জানুয়ারি ০৩ ১৮:৩৫:৫৪
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নয় জন ঋণ গৃহীতাকে চার লক্ষ বিশ হাজার টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়।
আজ শনিবার সকালে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এর আগে উপজেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি বেড় হয়।
কালুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শামস্ শাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ, সহকারী সমাজসেবা অফিসার সুশান্ত কুমার রায় প্রমুখ।
ঋণ গ্রহীতা কার্তিক সরকার বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আমাকে আজ সুদ মুক্ত ঋণ দিয়েছে। এই টাকা দিয়ে আমি মাছের ব্যবসা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, সমাজসেবা অধিদপ্তর সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি ও সমাজ সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। যার অংশ হিসেবে নয় জন ব্যক্তির মাঝে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। যা দারিদ্র বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের সহায়ক ভূমিকা রাখবে। এই আয়োজনের মূল লক্ষ্য খুদা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ।
(একে/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)
