ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরার ৪টি আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

২০২৬ জানুয়ারি ০৩ ১৮:৪২:২৮
সাতক্ষীরার ৪টি আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের নেতা ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জামায়াত ও বিএনপি সমর্থিত ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার।

ভোটার স্বাক্ষরে ত্রুটিজনিত কারণে সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা এসএম মুজিবর রহান ওরফে সরদার মজিবের মনোনয়নপত্র বাতিল কর হয়েছে। সাতক্ষীরা-২ আসনে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত জাতীয় পার্টির মহাসচিব স্বাক্ষরিত দলীয় নমিনেশন প্রাপ্তির কপি না থাকায় শেখ মাতলুব হোসেন লিওনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা- ৩ আসনে ভোটার স্বাক্ষরে ত্রুটিজনিত কারণে (২০২৪ সালের ১৫ এপ্রিল মারা যাওয়া পাইকাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী রওশান আরা ফরিদার সাক্ষর ব্যবহার৷ করা) স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শহিদুল আলম, ভোটারদের সাক্ষর ত্রুটির কারণপ আসলাম আল মেহেদী ও মো: আসাফউদ্দৌলা খান এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ওয়েজ কুরুনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরা-৪ আসনে ভোটার স্বাক্ষরে ত্রুটিজনিত কারণে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুল ওয়াহেদ, জাতীয় পার্টির বৈধ মনোনয়নপত্র না থাকায় হুসেইন মো: মায়াজ,ঋণখেলাপী থাকায় তাঁর পিতা গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা, বিদ্যুৎ বিল খেলাপী হওয়ায় জাতীয় পার্টির মো: আব্দুর রশিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার জানান, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে।মনোনয়পত্র বাতিল ঘোষণা করা প্রার্থীরা আপিল করতে পারবেন। বাকী ১৯ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।

(আরকে/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)