ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাবনা-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১

২০২৬ জানুয়ারি ০৩ ১৮:৪৮:৫৮
পাবনা-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১

চাটমোহর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে পাবনা- ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের ৮ প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার পাবনা- ৩ আসনে দাখিলকৃত ৮ প্রার্থী মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ৭ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে পাবনা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা। আয়কর বকেয়া থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ ঘোষিত মনোনয়ন দাখিলকারী প্রার্থী আপিল করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি ঢাকার নির্বাচন কমিশনে আপিল করলে এ ব্যাপারে কমিশন ওই প্রার্থীর মনোনয়নের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হাসানুল ইসলাম রাজা জানান, আমি আমার মনোনয়নপত্রের ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন বৈধ হবে।

অপরদিকে বৈধ ৭ প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপি’র হাসান জাফির তুহিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলী আছগার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া), গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশর মো. আব্দুল খালেক (হাতপাখা) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী (ঈগল) মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

(এসএইচ/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)