ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুর- ১ 

১৫ প্রার্থীর কেউই প্রাথমিকভাবে বৈধতা পাননি, বাতিল ৭

২০২৬ জানুয়ারি ০৪ ১৯:১৭:১৯
১৫ প্রার্থীর কেউই প্রাথমিকভাবে বৈধতা পাননি, বাতিল ৭

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক ব্যতিক্রম দৃশ্যের অবতারণা হয়েছে। এ আসনটিতে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা মোট ১৫ জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিকভাবে কাউকেই বৈধ ঘোষণা করা যায়নি। তাঁদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের প্রার্থিতা বাতিল এবং বাকী ৮ জনের মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এমন ফলাফল দৃশ্যমান হয়েছে।

এ ১৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোয়নপত্র বাতিল ঘোষণা ৭ প্রার্থীই- নির্বাচন বিধিমালা অনুযায়ী মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থনের সত্যতা যাচাইয়ে ব্যর্থ হওয়ায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো এবং বিএনপি মনোনীত প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু।

এছাড়া, এ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। তাঁদের মধ্যে-বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় উল্লেখিত সম্পদ বিবরণীর সঙ্গে আয়কর নথির অসংগতি ও তথ্য গোপনের অভিযোগে স্থগিত এবং বার্ষিক আয়ের তথ্যে ত্রুটির কারণে জামায়াত মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্যার মনোনয়নপত্র স্থগিত করা হয়। অপরদিকে, স্থগিত হওয়া বাকী ছয় প্রার্থীর মধ্যে- মনোনয়নপত্রে মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার কপি দাখিল না করায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তির মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, অন্যান্য প্রশাসনিক ও বিধিগত ত্রুটির কারণে জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাতের মনোনয়নও স্থগিত রাখা হয়। তবে, আজ রবিবার বিকেল চারটা পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে বলে জানিয়েছেন
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা।

তিনি এ বিষয়ে বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে, তাঁদের আজ (রবিবার) বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী ও কাগজপত্র দাখিল করলে বিধি অনুযায়ী পুনরায় যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মনোনয়ন সংশোধন ও আপিল প্রক্রিয়া শেষে ফরিদপুর-১ আসনে কারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।

(আরআর/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)