প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শীতে কাঁপছে টাঙ্গাইল, বিপাকে নিম্ন আয়ের মানুষ
২০২৬ জানুয়ারি ০৪ ১৯:৩৩:১৮
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : প্রচন্ড শীত আর মাঝে মাঝে দমকা হাওয়ায় কাঁপছে টাঙ্গাইল। মাঝে দু একদিন সূর্যের দেখা মিললেও তা স্থায়ী হয়নি, বেলা বাড়ার সাথে জেঁকে বসেছে শীত। এতে নিম্ন আয়ের মানুষের উৎকন্ঠা বেড়েছে। হাড়কাঁপানো এ শীতে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ।
টাঙ্গাইলে গত মাসের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার টাঙ্গাইলে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শনিবার ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে।
এদিকে শীতের তীব্রতায় গত একসপ্তাহ ধরে বিপর্যস্ত হয়ে পড়েছে টাঙ্গাইলের নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতে গরম কাপড় না থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এরপর আবার আয় রোজগার বন্ধ।
টাঙ্গাইল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে পুরো জানুয়ারি মাস জুড়ে এমন আবহাওয়া বিরাজ করতে পারে। আগামী মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
(এসএম/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)
