প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন আগ্রাসন বন্ধ কর: বাসদ
২০২৬ জানুয়ারি ০৪ ১৯:৪৯:২২
স্টাফ রিপোর্টার : ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন আগ্রাসন বন্ধ করার দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব)। আজ রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভুঁইয়ার সভাপতিত্বে এক সমাবেশে নেতৃবৃন্দ এই কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, সামসুল আলম জুলফিকার, জাকির হোসেন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক দলিলের রহমান দুলাল, বাংলাদেশ যুব কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইবনে তাইয়্যোবিন বাবু প্রমূখ। সভা পরিচালনা করেন পার্টির ঢাকা মহানগরের সদস্য সচিব জামাল শিকদার।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ গতকাল শনিবার ভোর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স নেক্কারজনক হামলা করে। হামলা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের চালানো সামরিক আগ্রাসন সেই দেশের লক্ষ লক্ষ জনগণসহ সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে। আমরাও সারা বিশ্বের মানুষের সাথে এই নগ্ন আগ্রাসন প্রতিবাদ করছি। সাথে সাথে দাবি তুলছি অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার স্ত্রীকে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার দেশ পরিচালনার বিষয় সেই দেশের জনগণ ঠিক করবে, অস্ত্র ব্যবসায়ী মার্কিন সাম্রাজ্যবাদ সেটাতে নাক গলানোর কোন প্রয়োজন নেই। ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের নেয়ার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ এই কর্মকান্ড করছে।
নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন আগ্রাসন বিরুদ্ধে প্রস্তাব পাশ করে তা জাতির কাছে তুলে ধরতে হবে।
পরে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি মিছিল বিজয়নগর এসে শেষ হয়।
(পিআর/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)
