প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক’
২০২৬ জানুয়ারি ০৬ ১৫:১১:২১
স্টাফ রিপোর্টার : বিএনপির মনোনীত ঢাকা–৪ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের চেয়ারপারসন নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের অধিকারের এক অনন্য প্রতীক।
তিনি বলেন, সীমাহীন নির্যাতন ও কারাবাসের মধ্যেও তিনি কখনো দেশ ও মানুষকে ছেড়ে যাননি বলেই আজও সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি স্মরণীয়।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর শ্যামপুর থানার আলমবাগ এলাকার ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রবিন বলেন, শ্যামপুর–ডেমরা–যাত্রাবাড়ী অঞ্চলের সঙ্গে বেগম খালেদা জিয়ার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে।
তার দিকনির্দেশনায় একসময় অবহেলিত এই এলাকায় সড়ক, হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়। ডেমরা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠায় তার সরাসরি ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, অসুস্থ অবস্থায় বছরের পর বছর মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হলেও বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। বরং তিনি সবসময় ঐক্য, সহনশীলতা ও শান্তির রাজনীতির কথা বলেছেন।
তানভীর আহমেদ রবিন বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং যুব বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বর্তমান এলাকার সমস্যা তুলে ধরে রবিন বলেন, নাগরিক সুবিধার ঘাটতি, জলাবদ্ধতা, বেকারত্ব ও মাদকের আগ্রাসন থেকে মুক্তির জন্য বিএনপির বিকল্প নেই।
রবিন বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করব না।
বেগম খালেদা জিয়ার দেখানো পথে হাঁটব। মানুষের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করব না। শান্তি, ন্যায়বিচার ও মানবিক সমাজ গড়তেই আমি রাজনীতি করি।
তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, বিএনপির কেউ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা কিশোর গ্যাংকে আশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার শাসনব্যবস্থা হবে অংশগ্রহণমূলক, যেখানে মুরুব্বি, আলেম, নারী, তরুণ ও খেটে খাওয়া মানুষ—সবাই থাকবে।
৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য তোফায়েল আহমেদ, বিএনপি শ্যামপুর থানার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ঢালি, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম, কদমতলী থানার যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল গাজী, সাবেক কাউন্সিলর হাজী মো. মোজাম্মেল, শ্যামপুর থানা মহিলা দলের সভানেত্রী নাসরিন সুলতানা প্রমুখ।
(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৬)
