ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুন্দরবনের হরিণ ফের লোকালয়ে, বনে অবমুক্ত

২০২৬ জানুয়ারি ০৬ ১৯:৩১:৪৯
সুন্দরবনের হরিণ ফের লোকালয়ে, বনে অবমুক্ত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবন থেকে ফের লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে আবারও বনে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দা বাপি জোয়ারদার বলেন, মঙ্গলবার সকালে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়িয়ে এনে খালে ফেলে, পরে খাল থেকে উঠে আমাদের বাগানে আসে। বাগানে আসলে এলাকার লোকজন নিয়ে হরিণটি ধরে বন বিভাগকে খবর দিলে তারা এসে হরিণটি নিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উদ্ধার করার পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরার দৃষ্টিনন্দন পার্কের পাশের খোলপেটুয়া নদী থেকে একটি হরিণ, ৩১ ডিসেম্বর একই এলাকার ডুমুরিয়া গ্রাম থেকে একটি হরিণটি ও একটি শুকর উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর এমন লোকালয়ে চলে আসা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি শিকারীদের তাড়া খেয়ে হরিণ লোকালয়ে চলে আসছে। তারা আরো বলেন, ব্যাপক হারে হরিণ শিকারি বেড়ে গেছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)