প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরের চাঞ্চল্যকর রতন হত্যা মামলার প্রধান আসামি ছোয়াদ গ্রেপ্তার
২০২৬ জানুয়ারি ০৭ ০০:২৯:০৭
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি :ফরিদপুরের চাঞ্চল্যকর ক্লুলেস রতন শেখ (৪৫) হত্যা মামলার প্রধান আসামি ছোয়াদ (২৫)’কে সাভার হতে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন পল্লী বিদ্যুৎ রোড এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব-৪ এর সহযোগীতায় ক্লুলেস এ হত্যা মামলার প্রধান আসামী ছোয়াদ (২৫), পিতা- মুরাদ, সাং- ভাটিলক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দীর্ঘদিন পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকলেও র্যাবের দক্ষ ও ধৈর্যশীল অনুসন্ধানে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১০ জানায়, গত ২৫ জুলাই ২০২৫ ইং তারিখে রাত অনুমান রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম রতন শেখ (৪৫) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ওসমান বিশ্বাসের ডাঙ্গী এলাকার নিজ বাড়ি হতে বের হয়ে আর বাড়িতে ফেরত আসেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমের সন্ধান না পেয়ে ভিকটিমের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরর্বতীতে গত ২৬ জুলাই ২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭ টা ২০ মিনিটের সময় স্থানীয় লোকজনের তথ্যমতে ভিকটিমের পরিবার নমডাঙ্গীর ডকইয়ার্ডের সামনে পদ্মা নদীতে ভিকটিমের পঁচনশীল লাশ সনাক্ত করে। পূর্ব শত্রুতার জেরে লাকী ট্রান্সপোর্ট ঘাটে অজ্ঞাতনামা আসামিগণ ভিকটিমকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেয় মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
এ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিম রতনের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যার মামলা নং- ৫৮, তারিখ- ২৮ জুলাই ২০২৫ খ্রি. ধারা- ৩০২/ ২০১/ ৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকলেও আসামিগণ আত্মগোপনে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলছিলো। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং র্যাবের দক্ষ ও ধৈর্যশীল অনুসন্ধানে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
চাঞ্চল্যকর ক্লুলেস রতন শেখ (৪৫) হত্যা মামলার প্রধান আসামি ছোয়াদ (২৫)’কে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় র্যাব-১০ জানায়, 'দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ অপরাধীকে আইনের মুখোমুখি করার জন্য আসামীকে গ্রেপ্তার করা র্যাবের সাফল্য প্রমাণ করে অপরাধ করে কেউই আইনের হাত থেকে চিরদিন পালিয়ে থাকতে পারে না। র্যাব-১০ এর এই সফল অভিযান দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর অঙ্গীকার, দক্ষতা ও জননিরাপত্তার প্রতি দায়বদ্ধতার আরেকটি শক্ত প্রমাণ।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
(আরআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
