প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
‘টিকে থাকার পর নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই’
২০২৬ জানুয়ারি ০৭ ১৪:০৪:৩১
বিনোদন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে নিজের ওঠাপড়া, সবটা নিয়েই তিনি সন্তুষ্ট প্রিয়াঙ্কা চোপড়া। তাই ২০২৬-এ এসে নিজের প্রতি কৃতজ্ঞতা জানানোই এই অভিনেত্রীর কাছে বড় কাজ। পাশাপাশি, নতুন বছর নিয়ে কী ভাবছেন, তা-ও জানালেন বলিউডের ‘দেশি গার্ল’।
মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে অভিনেত্রীকে আকাশি রঙের বিকিনিতে দেখা গিয়েছে। সমুদ্রতটে হাঁটতে হাঁটতে সেই ভিডিওতে প্রিয়াঙ্কা জানান, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি।
অভিনেত্রীর কথায়, আমি নিজেকে বলেছিলাম, এই কাজটা আমি আরও ভালো করে করব।
বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে বলেন, ওই দেখুন, ২০২৬-এ আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।
এর পরেই নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি সত্যি ফিরে দেখছিলাম। আমার পরিবার, আমার সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ- সব কিছুর দিকে ফিরে তাকালাম। আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবতী।
তিনি আরও বলেন, এত দ্রুত এতটা পথ দৌড়োনো এবং টিকে থাকার পরে আমরা নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আমি আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি। এত সুন্দর একটা জীবন গড়ে তোলার জন্য আমি নিজের প্রতি বিনয়ী হতে চাই।
গোধূলিবেলায় এই ভিডিও রেকর্ড করছিলেন প্রিয়াঙ্কা। ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্ত দেখিয়ে অভিনেত্রী বলেন, ওপারে সব সময়ে আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। তবে এখন আমি আমার বাড়ির দিকে পিছিয়ে যাচ্ছি।
(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
