প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বালিয়াকান্দিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২০২৬ জানুয়ারি ০৮ ১৯:০৫:০৪
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে আমদানিকৃত ওষুধ রাখায় তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহরপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর রাজবাড়ী সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
যে সব প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়- মেসার্স বহরপুর ফার্মেসির থেকে ৫ হাজার,মেসার্স মাসুদ ফার্মেসীর থেকে ৩ হাজার ও মেসার্স ফাতেমা ফার্মেসীর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার ও ফার্মেসি তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এসময় তিন ফার্মেসির থেকে অবৈধ ভাবে আমদানি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।সেই সাথে উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
(একে/এসপি/জানুয়ারি ০৮, ২০২৬)
