ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাঘড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

২০২৬ জানুয়ারি ০৮ ১৯:১৪:৫৭
বাঘড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : শ্রীনগরের বাঘড়ায় বিএনপির চেয়ার পারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছত্রভোগ এলাকায় বাঘড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ০১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বাঘড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মানিক মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাদবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ: বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম পার্থ, উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খাঁন সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসভ অত্র ইউনিয়নের কয়েশত নেতাকর্মী।

(এআই/এসপি/জানুয়ারি ০৮, ২০২৬)