ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জামালপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

২০২৬ জানুয়ারি ১০ ১৯:১২:৩২
জামালপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা কারাগারে থাকা সুলতান শেখ নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। তিনি ইসলামপুর উপজেলার নটারকান্দা গ্রামের চটকু শেখের ছেলে।

আজ শনিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওই আসামিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন বলে জানিয়েছে কারাগার সূত্র।

কারাগার সূত্র আরও জানায়, আসামি সুলতান শেখকে এর আগেও শ্বাসকষ্ট ও চর্মরোগ জনিত কারণে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ শনিবার সকাল ৯টার দিকে প্রচন্ড ঠান্ডায় শ্বাসকষ্ট বেড়ে গেলে আসামি সুলতান শেখকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(আরআর/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)