প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
২০২৬ জানুয়ারি ১০ ১৯:১৫:২৮
রূপক মুখার্জি, নড়াইল : লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে লাহুড়িয়া বাজার সংলগ্ন বাস ষ্ট্যান্ডে এই আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।
বিএনপি নেতা কালু জমাদ্দারের সভাপতিত্বে ও মনিরুল জমাদ্দারের পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্হানীয় বিএনপি নেতা সিদ্দিক মিয়া, লুৎফর জমাদ্দার, সালমান আইয়াজ, মাহমুদুল হাসান মিল্টন, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এসএম শাহিন বিপ্লব, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল কাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী প্রমুখ।
আলোচনা সভায় এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এখন সুদিন এসেছে। এবার ধানের শীষে ভোট দিন। ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়, ধানের শীষ বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতীক। শান্তি, উন্নয়ন এবং অগ্রগতির লক্ষে সকলে মিলেমিশে ধানের শীষের প্রতীকে ভোট দিন।
সভাশেষে লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও ওলামা দলের সভাপতি মাওলানা ফজলুল করীমের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ সহস্রাধিক নানা শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)
