ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিলেন ৫ আ.লীগ নেতা

২০২৬ জানুয়ারি ১০ ১৯:২১:১৬
সালথায় খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিলেন ৫ আ.লীগ নেতা

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিলেন ৫ আ.লীগ নেতা।

আজ শনিবার বিকালে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করেন। এসময় তারা শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করার ঘোষনা দেন।

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন যারা। তারা হলেন- রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর ও আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা বলেন, আমি সহ আওয়ামী লীগের ৫ নেতা ও পাঁচ শতাধিক কর্মী নিয়ে খেলাফত মজলিসের প্রার্থী শাহ মোঃ আকরাম আলী সাহেবের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিশে যোগদানের ঘোষণা করলাম। বিনা লোভে, বিনা স্বার্থে, বিনা প্ররোচণায় ও কোন চাপের সম্মুখীন না হয়ে হুজুরের সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।

(এএন/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)