প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল
২০২৬ জানুয়ারি ১০ ১৯:২৪:০৩
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ১২ নম্বর ওয়ার্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার বিকেলে স্থানীয় রেইনবো স্কুল সংলগ্ন বড়বাড়ি গ্রীন সিটি আবাসিক প্রকল্পের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মানে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ইমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুয়েল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য আতাউর রহমান বাচ্চু, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি সহ এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(ডিসি/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)
