ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

২০২৬ জানুয়ারি ১১ ০০:০৯:৩২
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে— তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)