ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘ফরিদপুরের মানুষকে আমার থেকে বেশি ভালো কেউ বাসতে পারবে না'

২০২৬ জানুয়ারি ১১ ০০:২০:০৩
‘ফরিদপুরের মানুষকে আমার থেকে বেশি ভালো কেউ বাসতে পারবে না'

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসূফ বলেছেন, 'ফরিদপুরের সাধারণ মানুষকে আমার থেকে বেশি ভালো কেউ বাসতে পারবে না'। তিনি আরও বলেন, 'আমার দাদা, কাকা, বাবা সহ আমার পরিবার দীর্ঘদিন এ এলাকার মানুষের সেবা করেছেন। আপনাদের সবার ভালোবাসা ও দোয়া নিয়ে তারা বার বার এমপি, মন্ত্রী হয়ে ফরিদপুর তথা দেশের মানুষের উন্নয়নে জন্য কাজ করেছেন।'

তিনি বলেন, আমি আমার পরিবার থেকে শিখেছি কিভাবে আপনাদের জন্য কাজ করতে হয়, কিভাবে এলাকার সাধারণ মানুষকে ভালোবাসতে হয়'। তিনি বলেন, 'আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে আমার পাশে থাকবেন।' আমাকে নির্বাচিত করলে আপনাদের নিয়ে দেখা আমার বাবার বাকী স্বপ্নগুলো আমি পুরুণ করতে কাজ করবো' বলেও এসময় জানান নায়াব ইউসুফ।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন আয়োজিত, কানাইপুর ইউনিয়ন বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে নায়াব এসব কথা বলেন।

ফরিদপুর সদরের ভাটি কানাইপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের বাড়ীর পাশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী ফারিয়ান ইউসূফ। কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব শেখের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ আলী মোল্লার সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ তাবরীজ, ফরিদপুর কোতয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ করা যেতে পারে, ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসূফ ফরিদপুর থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহবায়ক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন আয়োজিত এ অনুষ্ঠানে পুরো (কানাইপুর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। অনুষ্ঠানে বিএনপি'র সাবেক চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া, অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বেগম জিয়ার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে স্থানীয় উপস্থিতি।

(আরআর/এএস/জানুয়ারি ১১, ২০২৬)