প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার!
২০২৬ জানুয়ারি ১১ ০০:২৪:০৩
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বোমা বা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে আলীপুর ব্রিজ সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে ঢাকায় অবস্থিত বোমা নিষ্ক্রিয়কারী বিশেষ টিম ঘটনাস্থলে এসে ব্যাগটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে বস্তুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটিকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন বলেন, “উদ্ধারকৃত বস্তুটি বোমা নাকি ককটেল—এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এটি বোমা বা ককটেল সদৃশ একটি বস্তু।”
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।
(ডিসি/এএস/জানুয়ারি ১১, ২০২৬)
