ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

২০২৬ জানুয়ারি ১২ ১৫:১৯:০৯
সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সবুজ শিক্ষায়ন ও যুগোপযোগী মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার (১১ জানুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ওগ্রিণ ফিউচার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজোয়ানুল হক, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাংবাদিক তারেক মোরতাজা হাসান,
সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতা উল্যাহ, সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, চর জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চট্টগ্রাম জেলার পিবিআইয়ের এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সমুন, উপজলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমন, নোয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আরও অনেকে।

বক্তারা বলেন, গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি পরিবেশবান্ধব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও মূল্যবান দেশিয় প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

(আইইউএস/এএস/জানুয়ারি ১২, ২০২৬)