ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির অকাল মৃত্যু

২০২৬ জানুয়ারি ১২ ১৮:১৬:০৯
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির অকাল মৃত্যু

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক ইত্তেফান প্রত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিকতার এক সাহসী ও নির্ভীক কণ্ঠস্বর মীর বাছির উদ্দিন জুয়েল আর বেঁচে নেই। ইন্না নিল্লাহি---রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার দিনগত রাত ১টা ২৫ মিনিটে তিনি চিকিসাধীন অবস্থায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন।

তাঁর ইন্তেকাল শুধু একজন মানুষের প্রস্থান নয়। এটি সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অভিভাবকসুলভ একজন মানুষ, সহকর্মীদের আস্থার প্রতীক, সাহস ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাব, বিক্রমপুর প্রেসক্লাবসহ জেলার অন্যান্য প্রেসক্লাবগুলো শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

(এমকে/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)