ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বোয়ালমারীতে ইয়াবা-গাঁজাসহ একজন আটক 

২০২৬ জানুয়ারি ১২ ১৮:৪৬:৫৯
বোয়ালমারীতে ইয়াবা-গাঁজাসহ একজন আটক 

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজা সহ মুন্না মোল্লা (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত মুন্না মোল্লা ফরিদপুরের সালথা থানাধীন বড় বাহির দিয়া এলাকার কাসেম মোল্লার ছেলে বলে জানা গেছে।

রবিবার দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত বোয়ালমারী আর্মি ক্যাম্প (১৫ আর ই ব্যাটালিয়ান) হতে স্থানীয় পোওয়াল বিশ্বাস পুর ব্রিজের ঢাল সংলগ্ন এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মুন্নার নিকট থেকে ১২ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে সেনা বাহিনী। পরে রাত ৩ টার দিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন এ বিষয়ে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'সেনাবাহিনী মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী মুন্না মোল্লাকে থানায় হস্তান্তর করার পর তার বিরুদ্ধে একটি মাদক মালমা রুজু করা হয়'।

আজ সোমবার সকালে মাদক ব্যবসায়ী মুন্নাকে ওই মামলায় প্রেপ্তার দেখিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আনোয়ার।

(আরআর/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)