প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কৃষি জমির মাটি কাটায় ইটভাটা মালিকের ৪ লাখ টাকা জরিমানা
২০২৬ জানুয়ারি ১২ ১৯:০৮:১১
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে জিএমবি ইটভাটার মালিক গোলাম মোস্তফার ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নলকাটা মৌজার ৬নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই ওয়ার্ডে কৃষি জমির উপরিভাগের মাটি বেশ কিছুদিন ধরে জিএমবি ইটভাটার মালিক গোলাম মোস্তফা ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে কুড়িগ্রাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ১ লাখ ৮০ হাজার কিউবিকফিট কৃষিজমির মাটি ইট ভাটার জন্য কর্তন করার অপরাধে ৭টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জিম্মায় নিয়ে ওই ইট ভাটার সুপারভাইজার আব্দুর রহমানকে আটক করে। পরে কুড়িগ্রাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ১৫(১) খ মোতাবেক ৪ লাখ টাকা জরিমানা আদায় করে।
এসময় এক্সকেভেটর ও ট্রাক্টরসহ সুপারভাইজার আব্দুর রহমানকে ইউপি চেয়ারম্যান মোঃ আহসানুল কবির (আদিল) এর জিম্মায় ফেরত দেয়া হয় বলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান জানিয়েছেন।
(পিএস/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)
