প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জের ৩টি ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
২০২৬ জানুয়ারি ১২ ১৯:১২:৫২
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
আজ সোমবার ওই উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লেঃ কর্ণেল জেড এম মাবরুকূল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি। আইন শৃংখলা বাহিনীসহ সকলকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একযোগে কাজ করব। কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)
