ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

২০২৬ জানুয়ারি ১৩ ১২:৩৬:০৩
কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়িতে ঘরের সিলিংয়ের সাথে ঝুলে মোঃ জালাল মিয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জালাল মিয়া কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি পাড়া এলাকার মৃত সৈয়দ মিয়ার পুত্র। পেশায় তিনি একজন সিএনজি চালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, বিকেলে জালাল মিয়া নিজ ঘরের সিলিংয়ের সাথে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। বর্তমানে মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

(আরএম/এএস/জানুয়ারি ১৩, ২০২৬)