প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি’
২০২৬ জানুয়ারি ১৩ ১৭:৪৩:৩৬
ঈশ্বরদী প্রতিনিধি : দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়ায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি। এক-এগারোর সময় তৎকালীন সরকার তাকে দেশ ছাড়তে চাপ দিলে তিনি স্পষ্টভাবে বলেছিলেন— “বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি মরি-বাঁচি এই দেশেই থাকবো।”
তিনি বলেন, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি বলেই দেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বারবার নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন, দীর্ঘদিন জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে কাছে পাননি। তবুও তিনি দেশ ও গণতন্ত্রের প্রশ্নে অটল ছিলেন।
হাবিব আরও বলেন, মানবতার মা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। আগামী একশ বছরেও খালেদা জিয়ার মতো এমন নেতৃত্ব এ দেশে পাওয়া কঠিন। জাতির এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু। দোয়া পরিচালনা করেন ভেলুপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসান আলী বিশ্বাস, দুলাল মণ্ডল, রেজাউল করিম, আব্দুল জব্বার, শাহ আলম লিটন মাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আবু সাঈদ উজ্জ্বল, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, রাকিবুল হাসান আলম, সাইফ হাসান সেলিম, রাকিব হাসান সেন্টু, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য শ্যাম আগারওয়াল বিকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
(এসকেকে/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)
