প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে জাতীয় যুব শক্তির উদ্যোগে হ্যাঁ ভোটের প্রচারণায় লিফলেট বিতরণ
২০২৬ জানুয়ারি ১৩ ১৮:২৫:৫৩
দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের ৩৬ জুলাই চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জুনায়েদ মাহমুদ, সদস্য সচিব সাইম হোসেন, মুখ্য সংগঠক মোহাম্মদ রাকিবুল ইসলাম, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. সোহেল সরদার, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত, যুগ্ম সদস্য সচিব এনামুল হক দুলাল, যুগ্ম সদস্য সচিব সায়েম ইসলাম এবং মোহাম্মদ তুষার বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি চিরতরে নির্মূল করা সম্ভব হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ যে প্রত্যাশা ব্যক্ত করেছিল, তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারা। পরে উপস্থিত সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
(ডিসি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)
