ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাবনা- ৪

স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা

২০২৬ জানুয়ারি ১৩ ২৩:৩৬:০৪
স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা

ঈশ্বরদী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরের পর নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মো. জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি এ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের সময় তথ্যে ত্রুটি থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় জাকারিয়া পিন্টু বলেন, “আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে—এতে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, আজ সেই অপেক্ষার অবসান হলো। আমার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আমার প্রাণপ্রিয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া করেছেন। তাঁদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

(এসকেকে/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)