প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ
২০২৬ জানুয়ারি ১৩ ২৩:৪৬:৫১
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির তে বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী পবিত্র ওরস শরীফ শেষ হয়ছে।
আজ মঙ্গলবার আখেরি মোনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্যদিয়ে হযরত শাহ্সূফী খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী চলা এ ওরস শরীফ শেষ হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও ওরশ শরীফ চলাকালীন গত চার দিনে দেশ- বিদেশের লাখো ভক্তের উপস্থিতিতে বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে মুখরিত থাকে। এবারের ওরস শরীফ চলাকালীন খাজাবাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ-লক্ষ আশেকান, জাকেরান ও ভক্তদের সাক্ষাৎ গ্রহণ ও নসিহত প্রদান করেছেন।
এদিকে, এই ওরস শরীফ ঘিরে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থার ব্যাপক উপস্থিতির মাধ্যমে ওই এলাকার জননিরাপত্তা নিশ্চিত করে ফরিদপুর জেলা ও উপজেলা প্রশাসন।
(আরআর/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)
