ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত

২০২৬ জানুয়ারি ১৪ ১৮:২৭:৫৫
কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত

প্রহলাদ মন্ডল সৈকত,কু‌ড়িগ্রা‌ম: কু‌ড়িগ্রা‌মে ট্রাক-মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) না‌মে এক সাবেক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছে। তি‌নি সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের শ‌্যামপুর ধরলার পা‌ড়ের ম‌হিরউদ্দিনের ছে‌লে এবং ওই ইউনিয়ন বিএন‌পির সদস‌্য।

আজ বুধবার সকালের দি‌কে কুড়িগ্রাম শহ‌রের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, নজরুল ইসলাম সকা‌লে তার ছে‌লে‌ নাজমুল ইসলামকে নি‌য়ে কু‌ড়িগ্রাম শহ‌রের দি‌কে আস‌ছি‌লেন। এ সময় বেলা সা‌ড়ে ১১টার দি‌কে শহ‌রের তারামন বি‌বির মো‌ড়ে পৌঁছ‌লে বিপরীত দিক থে‌কে আসা একটি ট্রাক তা‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এ ঘটনায় তার ছে‌লে আহত হ‌য়ে‌ছেন। নিহত নজরুল ইসলা‌মের ছে‌লে নাজমুল ইসলামও সেনা সদস‌্য ব‌লে জানা গে‌ছে।

বিষ‌য়টি নি‌শ্চিত ক‌রে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ব‌লেন, ঘটনাস্থ‌লে আছি। তদন্ত শে‌ষে এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

(পিএস/এসপি/জানুয়ারি ১৪, ২০২৬)