ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

বাফার নির্বাচন স্থগিত

২০২৬ জানুয়ারি ১৫ ১২:৪৭:১২
বাফার নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এ নির্বাচন হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বাফার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মালেকের সই করা বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ অবস্থায় আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় বাফার ২০২৬-২৮ মেয়াদে দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচন আপাতত স্থগিত করা হলো।

নির্বাচনের পরবর্তী কার্যক্রম বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বাফার সাবেক সহসভাপতি খায়রুল আলম সুজন জানিয়েছেন, বাফার ১ হাজার ১৮৮ সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫৮৭ জন। ১৯টি পদে দুইটি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

সরাসরি ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৩ জন সহসভাপত, পরিচালক (প্রশাসন), পরিচালক (অর্থ) এবং ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

(ওএস/এএস/জানুয়ারি ১৫, ২০২৬)