ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

পোস্টাল ব্যালট : অ্যাপে পাসওয়ার্ড রিসেট করতে কল করতে বললো ইসি

২০২৬ জানুয়ারি ১৫ ১২:৫২:০৪
পোস্টাল ব্যালট : অ্যাপে পাসওয়ার্ড রিসেট করতে কল করতে বললো ইসি

স্টাফ রিপোর্টার : পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারীদের পাসওয়ার্ড রিসেট করতে কল করতে বললো নির্বাচন কমিশন (ইসি)। এজন্য চারটি নম্বর দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আহ্বান করেছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Postal Vote BD অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য সম্মানিত ভোটারদের কল সেন্টার নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কল সেন্টার সেবা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। হটলাইন নম্বর +8809610000105, WhatsApp: +8801335149920,+8801335149923-32, +8801777770562।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের ১৫ লাখ ৩৩ লাখ ৬৮৩ জন। তারা ২১ থেকে ২৫ জানুয়ারি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন।

(ওএস/এএস/জানুয়ারি ১৫, ২০২৬)