প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সমাজ সেবক মহি উদ্দিন মানিকের মায়ের জন্য দোয়া ও মিলাদ
২০২৬ জানুয়ারি ১৫ ১৫:৩০:১০
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : শ্রদ্ধেয় মানিক ভাইয়ের মা মরহুমা আরবি বেগম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান গতকাল ঢাকার দক্ষিণ বনশ্রীতে অনুষ্ঠিত হয়।
সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা'র উদ্যোগে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রিন্সিপাল আবদুল কাদের, সমিতির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল হোছাইন, সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব বশির উদ্দিন, আলহাজ্ব সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন সহ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা ও দক্ষিণ বনশ্রী বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল কাদের মরহুমা আরবি বেগম এর জিবনের নানান স্মৃতি তুলে ধরেন। মায়ের সেবায় মরহুমার দুই পুত্রের ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বর্ণনা করেন।
মরহুমার বড় পুত্র মহিউদ্দিন মানিক তাঁর মায়ের জন্য সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।
সমিতির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী মরহুমা আরবি বেগম, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ সকল প্রয়াত-জীবিত মানুষের জন্য দুআ পরিচানা করেন।
সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল হোছাইন দোয়া অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
(আইইউএস/এএস/জানুয়ারি ১৫, ২০২৬)
