ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল

২০২৬ জানুয়ারি ১৫ ১৫:৪১:২৯
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদের চিহ্নিত দোসর আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক দলে পুনর্বাসনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমামুদ্দিন স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়।

মশাল মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আনিসুর রহমান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে গত ১৭ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, দমন-পীড়ন, হামলা ও মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে ধরেন। তারা বলেন, “যাদের দ্বারা আন্দোলনকারীরা নির্যাতিত হয়েছে, আজ তাদেরকেই আবার রাজনৈতিক দলে টেনে আনা হচ্ছে—এটি অত্যন্ত লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।”

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রায় ১৪০০ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীরা নির্বাচনে অংশগ্রহণ করবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানকে যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এদের যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এছাড়া সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ আদনান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

(ডিসি/এএস/জানুয়ারি ১৫, ২০২৬)