প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মুন্সীগঞ্জ- ১
স্বতন্ত্র প্রার্থী সপু ও মমিন আলীর মনোনয়ন বৈধ ঘোষণা
২০২৬ জানুয়ারি ১৫ ১৭:৪৭:৫৮
আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ- ১ আসনে (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
গতকাল বুধবার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়েছে।
এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। জানা যায় মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অমিলের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর বুধবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু বলেন, “জনগণের চাওয়া ও অনুরোধের কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে বাধ্য হয়েছিলাম। আজ আপিলে বৈধতা পেয়েছি। আল্লাহ চাইলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব।” এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী। তিনি জানান, প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন।
জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দীন রাজী, ইসলামী আন্দোলনের কে এম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রোকেয়া আক্তারসহ স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
(এআই/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
