প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
একরাতে তিন মোটরসাইকেল চুরি
২০২৬ জানুয়ারি ১৫ ১৮:০৮:৫৮
হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহে একটি ভবন থেকে একরাতে ৩টি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরের দল। আজ বৃহস্পতিবার ভোরে শহরের হামদহ-কাঞ্চনপুর এলাকার রশিদ ম্যানসনে এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকরা হলেন-আর্স এনজিওর ক্রেডিট অফিসার আরিফ হুসাইন (ডিসকভার ১২৫ সিসির রেজি. নং সাতক্ষীরা-হ ২০৯৮৬১), মো. জাহিদ আলম (হোন্ডা ড্রিম ১১০ সিসির রেজি. নং যশোর হ-২০০৬৫৯) ও বেসরকারি ওষুধ কোম্পানি এরিয়া ম্যানেজার মো. রবিউল ইসলাম (পালসার ১৫০ সিসির রেজি. নং ঝিনাইদহ ল-১১৫৪৭৮)।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৩ টা ৫৫ মিনিটের দিকে মুখোশ পরিহিত ৫ ব্যক্তি গ্যারেজের তালা কেটে ভেতরে ঢুকে একে একে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ওসি সামছুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
(এইচআর/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
