প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
২০২৬ জানুয়ারি ১৫ ১৮:৫৭:২৪
হাবিবুর রহমান, ঝিনাইদহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে অধিকাংশই ভোটারই প্রথম বারের মত সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটার ছাড়াও কিছু প্রবাস ফেরত ভোটার যুক্ত হয়েছেন এ নির্বাচনে। ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ- ২ আসনে সবচেয়ে বেশি নতুন ভোটার যোগ হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলেন ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৯ জন। এবারের নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জনে।
সর্বশেষ হালনাগাদের তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে বর্তমানে নারী ভোটার ৭ লাখ ৯৫ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার ৮ লাখ ৩৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন। এদিকে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে কেন্দ্র ছিল ৫৮৫টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮টি।
ঝিনাইদহ জেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৭৮৯ জন, ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে ভোটার বেড়েছে ৫৬ হাজার ৩৫৪ জন। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ভোটার বেড়েছে ৩০ হাজার ১৭৮ জন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার বেড়েছে ৪৬ হাজার ৪৭৩ জন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।
তরুণ ভোটার কলেজশিক্ষার্থী আলী আসিফ বলেন, ‘জীবনের প্রথমবারের মত ভোট দিতে পারবো। এটি অন্য রকম এক অনুভূতি হবে আমার জন্য। এর আগে অনেককে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখেছি। আমার অনেক দিনের স্বপ্ন এবারের নির্বাচনে পূরণ হবে। আশা করছি আমি আমার ভোট সৎ ও যোগ্য প্রার্থীকে দিবো।’
জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বলেন, ‘নতুন ভোটারের বেশিরভাগই তরুণ ভোটার। নির্বাচনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘এবার একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেজন্য তরুণ ভোটারের গুরুত্ব অনেক।’
(এইচআর/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
