ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ

২০২৬ জানুয়ারি ১৫ ১৯:০০:৫৭
কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের 'এলিমিনেশন অব এক্সট্রিম পোভার্টি (ইইপি)' এর রাজারহাট ফিল্ড অফিসের আয়োজনে রাজারহাটে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলা মডেল মসজিদ হলরুমে বিতরণী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান ও প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানায়, "নতুন ব্যাগ আর ছাতা পেয়ে খুব ভালো লাগছে। স্কুল যেতে বই খাতা আর হাতে নিয়ে যেতে হবে না, এখন থেকে ব্যাগ নিয়ে যেতে পারব। রোদ বৃষ্টিতে ভিজতে হবেনা, স্কুল ও আর মিস হবে না।"

(পিএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)