প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২০২৬ জানুয়ারি ১৫ ১৯:২৭:৪৪
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতের দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে পাংশা ফ্লিলিং স্টেশন সংলগ্ন পশ্চিম কুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার মো: ইব্রাহিম হোসেনের ছেলে মো: মিরাজ হোসন (২০) ও একই এলাকার মো: সাইদুল ইসলামের ছেলে মো: সজিব (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই মোটরসাইকেল আরোহী কলেজ মোড় থেকে পাংশা ফিলিং স্টেশনের মাঝামাঝি পকেট সড়ক থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপর আসলে পেছন থেকে অজ্ঞাত ট্রাক চাপায় দিয়ে চলে যায়। ঘটনা স্থলে সজিবের মৃত্যু হয়। আহত মিরাজকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকন উজ্জামান জানান, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যানটি তাদের চাপা দিয়ে চলে যায়। নিহত দুই তরুণের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়াও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(একে/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
