প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
২০২৬ জানুয়ারি ১৫ ১৯:৩৪:০৩
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
নিহত এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১ জানুয়ারি ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ওই দিনই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং ফুসফুসে পানি জমেছিল বলে জানা গেছে।
এরশাদের মামা রাজ্জাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকায় অবস্থানরত এরশাদের স্ত্রী ফোনে তাদের মৃত্যুর খবর জানান। মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। তবে জানাজা ও দাফনের সময় এবং স্থান এখনো নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য, সাইফুল ইসলাম এরশাদ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্ররাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গণসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
(একে/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
