ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২০২৬ জানুয়ারি ১৫ ১৯:৪১:১৬
ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজের নিজস্ব ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম। অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ খালিদুজ্জামান।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)