ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

‘দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত’

২০২৬ জানুয়ারি ১৬ ১৪:২৪:৪৫
‘দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত’

স্টাফ রিপোর্টার : একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা আগামী দুই বছরের মধ্যে তাদের জমাকৃত অর্থ ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এসব ব্যাংক লোকসানে থাকায় ২০২৪ এবং ২০২৫ সালে আমানতকারীরা কোনো মুনাফা পাবেন না বলেও জানান তিনি।

গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘লোকসানের কারণে চলতি অর্থবছরেও মুনাফা দেওয়া সম্ভব নয়।
তবে আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন।’

ব্যাংকগুলোর অডিট প্রসঙ্গে গভর্নর জানান, পাঁচ ব্যাংকের ভুয়া অডিটে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, পাঁচ ব্যাংকের ফরেনসিক অডিট সম্পন্ন করতে আরও তিন মাস সময় প্রয়োজন।
অডিট শেষ হলে কারা কীভাবে লুটপাট করেছে, তা আরও স্পষ্ট হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র : বাংলাদেশ প্রতিদিন

(ওএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৬)