ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

প্রবীণ নাগরিকদের সৃজনশীলতা ও মানসিক প্রশাান্তির লক্ষ্যে দিনব্যাপী আর্টফুল এজিং পেইন্টিং ওর্য়াকশপ

২০২৬ জানুয়ারি ১৬ ১৫:০৬:১৫
প্রবীণ নাগরিকদের সৃজনশীলতা ও মানসিক প্রশাান্তির লক্ষ্যে দিনব্যাপী আর্টফুল এজিং পেইন্টিং ওর্য়াকশপ

দীপক চন্দ্র্র পাল, ধামরাই : শুক্রবার সকাল দশটা থেকে ঢাকার ধামরাইয়ে কায়েত পাড়ায় ধামরাই মেটাল ক্র্যাফ্ট সুকান্ত বণিকের আঙ্গিনায় প্রবীণ নাগরিকদের সৃজনশীলতা ও মানসিক প্রশাান্তির লক্ষ্যে আয়োজিত হচ্ছে অনন্য একটি দিন ব্যাপী আর্ট ওর্য়াকসপ। আটফুল এজিং,থার্ড আই এর যৌথ উদ্যোগে আযৈাজিত এই কর্মশালাটি কেবল একটি আঁকা আঁকি ক্লাস নয় বরং একে বলা যায় একটি চিত্র কলা পিকনিক।

এক ঘেয়েমি কাটিয়ে, শিক্ষা এবং মানসিক আনন্দ ও আত্মিক প্রশান্তির মাধ্যমে প্রবীণদের সময়কে আরও সমৃদ্ধি করাই আটফুল এজিং,থার্ড আই এর মূল উদ্দ্যেশ।

আজ এই সৃজনশীল মহা যজ্ঞে অংশ নিচ্ছেন দেশের প্রখ্যাত ও বিশিষ্ট ব্যক্তি বর্গ, ড. ফরিদা জামান, প্রখ্যাত শিল্পী বিরেন শোম, প্রখ্যাত শিল্পী আবু কালাম শামসুদ্দিন, ভিজ্যুায়াল আর্টিস্ট এমডি রাশেদ কামাল, ভিজ্যুায়াল আর্টিস্ট বিপ্লব বিপ্রদাস। আয়োজনে রয়েছেন মানসী বণিক, থার্ড আই।

প্রবীণদের এই অর্থবহ শিল্প যাত্রা রঙের উৎসবে তাদের প্রাণবন্ত উপস্থিতি এবং বরেণ্য শিল্পীদের সান্নিধ্যের এই সৃজসশীল উদ্দোগ ও মূর্হুত গুলো স্মরণীয় হয়ে থাকবে।

(ডিসিপি/এএস/জানুয়ারি ১৬, ২০২৬)