প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
২০২৬ জানুয়ারি ১৬ ১৭:৪১:১০
আবুল বশার, বাউফল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন, উষ্কানিমূলক বক্তব্য ও জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা জামায়াতে ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান। তিনি বলেন, বাউফলের বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীদের উপর হামলা ও লুটপাট এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাঁধা প্রধান করে। এ ব্যাপারে অভিযোগ ও মামলা দায়ের করেও কোনো প্রতিকার পাননি। তাই জামাতের পক্ষ থেকে সবার জন্য সমান সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা এডভোকেট মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর ও উপজেলা সভাপতি লিমন হোসেন।
তবে এ বিষয় বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার সাথে জানতে চাইলে তিনি জানান এ ধরনের কোন ঘটনা ঘটেনি যা আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। বরং জামাত প্রার্থী আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
(এবি/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)
