ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প

২০২৬ জানুয়ারি ১৬ ১৯:১৪:৪৫
পাংশায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে পাংশা সরকারি জর্জ হাইস্কুল প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ- পরিচালক ডা. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর ডা. মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী -২ আসনের ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, ড্যাবের নেতা ডা. মো : নুরুনবী ইসলাম নয়ন,ডা.ইকরামুল ইসলাম সৌরভ।

চিকিৎসা প্রদান করেন ডাক্তার মো: নুরুল ইসলাম দেলোয়ার হুসাইন, ডা.ফজলে রাব্বি, ডা. মোহাম্মদ কুতুব আহমেদ,ডা. মো: গিয়াস উদ্দিন খান, ডা. খন্দকার শোয়েব হোসেন,নুসরাত জাহান চাঁদনী, ডা. শাকিল মাহমুদ, ডা. রুতাবা রহমান লিমা, ডা. মো : নাজমুল হুদা।

এছাড়াও পাংশা কালুখালি উপজেলা শিক্ষা কল্যান ট্রাষ্টের সাধারণ সম্পাদক সামসুল আলম সোহরাফ, পাংশা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মো বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, কালুখালি উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমানসহ বিএনপি যুবদল ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ফ্রী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বসয়ের রোগীদের ভীড় লক্ষ্য করা যায়। এ ক্যাম্পের মাধ্যমে ফ্রী টেষ্ট ও প্রয়োজনীয় ঔষধ ফ্রী দেওয়া হয়।

(একে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)