ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে জাকের পার্টির চার দিনব্যাপী ইসলামী মহা সম্মেলন শুরু

২০২৬ জানুয়ারি ১৬ ১৯:১৬:৪৭
ফরিদপুরে জাকের পার্টির চার দিনব্যাপী ইসলামী মহা সম্মেলন শুরু

আবু নাসের, সালথা : বিশ্বওলী খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে, জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর বাইশরশি দরবার শরীফে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়েছে।

আজ শুক্রবার মাগরিফ নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

অনুষ্ঠানটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাস সহ অন্যান্য যানবাহনে কাফেলা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি দরবার শরীফে এসে জমায়েত হচ্ছে।

জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী জানান, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেবের নির্দেশে দরবার শরীফের বিশাল ময়দান প্রস্তুত করা হয়েছে। মাঠের পর মাঠ জুড়ে টানানো হয়েছে শামিয়ানা। প্রস্তুত করা হয়েছে অজুখানা, খাবার মাঠ, পাকশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এছাড়া দরবার শরীফে আগত জাকেরান-আশেকান ও মুমিন-মুসলমানদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি রয়েছে দরবার শরীফের নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী।

আগামী মঙ্গলবার (২০ জানুয়ারী) মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের পর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে চার দিনের বিশ্ব ইসলামী সম্মেলন।

(এএন/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)