ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

২০২৬ জানুয়ারি ১৭ ১২:৪৯:৪৭
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে অষ্টম দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে শুনানি। ১৮ জানুয়ারি শুনানির শেষদিন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)