ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০২৬ জানুয়ারি ১৭ ১৪:০৩:৩৩
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের এক নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন।

পদত্যাগকারী নেতার নাম মো. সারাফত হোসেন খান। তিনি আশারত খান নামেই বেশি পরিচিত। তিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

বক্তব্যে তিনি বলেন, দেশের প্রচলিত আইন, সংবিধান ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো একজন সচেতন নাগরিকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনযাপন করবেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)