ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘অপসাংবাদিকতার শিকার হয়েছি’

২০২৬ জানুয়ারি ১৭ ১৪:১৩:৩৯
‘অপসাংবাদিকতার শিকার হয়েছি’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা-১৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে অপসাংবাদিকতার শিকার হয়েছি।

শনিবার (১৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কাছে শোকজের জবাব দেওয়ার পর নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

মামুনুল হক বলেন, কমিশনে বলেছি— আমি গণভোটে ‘হ্যা’ ভোট দেওয়ার জন্য লিফলেট দিয়েছি। কিন্তু নিজস্ব আসনের জন্য কোনো প্রচারণা চালাইনি।
আমি অপসাংবাদিকতার শিকার হয়েছি। লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।

মামুনুল হক আগারগাঁওয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর শোকজ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)