ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

স্বতন্ত্র ইনস্টিটিউট ঘোষণার দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৬ জানুয়ারি ১৭ ১৮:১৬:৩১
স্বতন্ত্র ইনস্টিটিউট ঘোষণার দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে অব্যাহতি দিয়ে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

আজ শনিবার সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একত্রিত হন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খানের সভাপতিত্বে শিক্ষার্থীরা প্রথমে শহরের বায়তুল আমান এলাকায় রেলপথ ব্লকেডের কর্মসূচি ঘোষণা করেন।

জনদুর্ভোগ এড়াতে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

তারা শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি স্থগিত করেন।

পরবর্তীতে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৬)